
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিনামূল্যে টাইফয়েড টিকাদান কর্মসূচি।
রবিবার, ১২ অক্টোবর সকাল ১০টায় হাওর আদর্শ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলশাদ জাহান।
উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিবুল্লাহ সৌরভ, থানার অফিসার ইনচার্জ রুহুল আমীন, মেডিকেল অফিসার ডা. নাফিস, বিএনপি অষ্টগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুলসহ অন্যান্য অতিথিবৃন্দ।
উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলশাদ জাহান বলেন,শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ। তাদের সুস্থ ও নিরাপদ রাখতে এই টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক বিদ্যালয়কে এই উদ্যোগে সহযোগিতা করার আহ্বান জানাই।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিবুল্লাহ সৌরভ জানান, কর্মসূচির আওতায় অষ্টগ্রাম উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের টাইফয়েড প্রতিরোধী টিকা প্রদান করা হবে।
তিনি আরও জানান, অষ্টগ্রাম উপজেলায় মোট ৪৭ হাজার ৭৫০ জন শিশুকে এই টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে নিবন্ধন কার্যক্রম চলছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যেই টিকা প্রদান সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে।
অনুষ্ঠান শেষে প্রতীকিভাবে কয়েকজন শিক্ষার্থীকে টাইফয়েড টিকা দেওয়া হয়।
উল্লেখ্য, জাতীয় পর্যায়ে “টাইফয়েড টিকাদান কর্মসূচি ২০২৫”-এর আওতায় সারাদেশের শিশু-কিশোরদের বিনামূল্যে এ টিকা প্রদান করা হচ্ছে।
Leave a Reply