পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৭১ জন নিহত হয়েছেন।
সোমবার,৩০ ডিসেম্বর স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
গতকাল গভীর রাতে দেশটির আঞ্চলিক যোগাযোগ ব্যুরো এক বিবৃতিতে জানিয়েছে, ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবার দক্ষিণের প্রায় ৩০০ কিলোমিটার দূরে সিদামা রাজ্যে যাত্রী ভর্তি একটি ট্রাক নদীতে পড়ে যায়।
এক ফেসবুক পোস্টে সিদামা পুলিশ কমিশন ট্রাফিক প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল ডিরেক্টরেট প্রধান পরিদর্শক ড্যানিয়েল সানকুরাকে উদ্ধৃত করে বলেছে, এখন পর্যন্ত ৬৮ জন পুরুষ ও তিনজন নারী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
সিদামা আঞ্চলিক সরকারের মুখপাত্র ওসেনিয়েলেহ সিমিওনও বার্তা সংস্থা রয়টার্সকে ৭১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
তিনি আরও বলেন, পাঁচজনের অবস্থা গুরুতর এবং বোনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
Leave a Reply