1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৭:৪৭ পূর্বাহ্ন

তাড়াইলে বজ্রাঘাতে জেলের মৃত্যু

রায়হান জামান।।
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের তাড়াইলে মাছ ধরার সময় বজ্রাঘাতে বজলু মিয়া (৪৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

শনিবার, ১১ অক্টোবর সকালে উপজেলার জাওয়ার ইউনিয়নের বোরগাঁও গ্রামের চিকনী হাওরে বজ্রপাতের এ ঘটনা ঘটে।

নিহত বজলু মিয়া উপজেলার জাওয়ার গ্রামের মৃত রমজান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বজলু মিয়া প্রায়ই ওই হাওরে চায়না রিংজাল দিয়ে মাছ ধরতেন। শনিবার সকালে প্রতিদিনের মতো তিনি মাছ ধরতে গেলে সকাল সাড়ে ৭টার দিকে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজলু মিয়ার হাতে থাকা রিংজালের লোহার অংশে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান বলেন, ধারণা করা হচ্ছে চায়না রিংজালের লোহার অংশে বজ্রপাত হয়েছিল। বজলু মিয়া সেটি হাতে ধরে রাখার সময় বিদ্যুতায়িত হয়ে মারা যান। তবে এই ঘটনায় আর কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

তিনি আরও বলেন ইতোমধ্যে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং