
করিমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক – কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন গুজাদিয়া আব্দুল হেকিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হামিদ ফকির।
সোমবার, ২২ সেপ্টেম্বর উপজেলার করিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে এ নির্বাচন কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন করিমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আহসানুল জাহীদ।
সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। পরে ভোট গণনা শেষে প্রিজাইডিং অফিসার ফলাফল ঘোষণা করেন।
সভাপতি পদে প্রার্থী ছিলেন দুইজন । ২৯০ টি ভোটের মধ্যে মো. আব্দুল হামিদ ফকির ২২৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন সামসুল ইসলাম। তিনি পেয়েছেন ৬২ ভোট।
বিজয়ী সভাপতিকে মাধ্যমিক শিক্ষা অফিসার ও সকল শিক্ষকবৃন্দ ও ফুল দিয়ে বরণ করেন। বাকি পদগুলোর প্রার্থী প্রতিদ্বন্ধীতা ছাড়াই নির্বাচিত হয়েছেন।
তারা হলেন, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আবুল খায়ের ভূঞা, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহী উদ্দিন, সাংগঠনিক সম্পাদক চন্দ্রা রানী সরকার, কোষাধ্যক্ষ মো. ইমদাদুল হক,দপ্তর সম্পাদক, আব্দুল বাতেন, মহিলা সম্পাদিকা নাজনীন সুলতানা, তৃতীয় শ্রেণির কার্যকরী সদস্য মো. নজরুল ইসলাম।
Leave a Reply