বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টের প্রথম দিনে বৃষ্টির কারণে মোট ৩৫ ওভার বল করা হয়েছে। পুরো দ্বিতীয় দিনটাই নষ্ট হলো। তৃতীয় ম্যাচ ডে নিয়েও শঙ্কা রয়েছে। ভেজা মাটির কারণে প্রথম সেসন সম্পূর্ণ বাতিল হয়ে যায়।
মাঠকর্মীরা ভিজে মাঠ নিষ্কাশনে ব্যস্ত। সকাল সাড়ে ১০টায় একবার মাঠ পরিদর্শন করা হয়। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় আবার মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা। তারপর বুঝবেন বল কখন কোর্টে। এর মধ্যে আবার বৃষ্টি হলে তা হবে ভক্তদের জন্য হতাশাজনক।
প্রথম ৩৫ ওভারে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ১০৭ রান করে। ৪০ রানে অপরাজিত আছেন মুমিনুল হক। ৬ রাউন্ড পর্যন্ত হারেননি মুশফিক।
টস হেরে ব্যাট করতে নেমে ২৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। জাকির হাসান শুরু থেকেই খুব নাজুক ছিলেন। ২৪ থ্রো করার পরেও বাঁহাতি রান করতে পারেননি। ইনিংসের নবম ওভারে আকাশদীপের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন টাইগার ওপেনার।
জাকির আউট হওয়ার পর তিন রান করে ঘরে ফেরেন সাদমান ইসলাম। আকাশ দীপও তাকে ফিরিয়ে এনেছে। সুদমান ৩৬ বলে ২৪ রান করার পর খেলা ছেড়ে ঘরে ফেরেন। তৃতীয় উইকেটে মমিনোলের সঙ্গে ৫১ রানের জুটি গড়েন শান্তু। তবে লাঞ্চ বিরতির পর ৩১ রানে অশ্বিনের বলে এলবিডব্লিউ আউট হন শান্ত।
Leave a Reply