1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০২:৩১ পূর্বাহ্ন

ভারত সীমান্তের ৬০ কিলোমিটার ভিতরে চীনা সেনাবাহিনীর দখল

আন্তর্জাতিক ডেস্ক।।
  • প্রকাশিত: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৩ বার পড়া হয়েছে

 

ভারত ভূখণ্ডের ৬০ কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী। এ খবর জানিয়েছেন অরুণাচলের বাসিন্দারা। স্থানীয়দের দাবি, অরুণাচলের অঞ্জো জেলায় চীনা সেনাবাহিনীর ক্যাম্প দেখা গেছে।

শনিবার, ৭ সেপ্টেম্বর এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা। খবরে বলা হয়েছে, স্থানীয়রা জানিয়েছেন, অঞ্জো জেলার কাপাপু এলাকায় চীনা সেনাক্যাম্পের খোঁজ মিলেছে।

ভারতীয় আরেক গণমাধ্যম ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনেও দাবি করা হয়েছে, সপ্তাহখানেক আগে থেকেই নাকি ওই অঞ্চলে ক্যাম্প করে শক্ত অবস্থান নিয়েছে চীনা সেনাবাহিনী! ভারতীয় সেনাবাহিনীর মালবাহকেরাও একই কথা জানিয়েছেন গণমাধ্যমকে।

চীনা ক্যাম্পটির অবস্থান ম্যাকমোহন লাইন থেকে ৬০ কিলোমিটার দূরে হাদিগ্রা পাসের কাছে ।যদিও অঞ্জোতে চীনা অনুপ্রবেশ নিয়ে সে রাজ্যের কোনো মন্ত্রী এখনো কোনো মন্তব্য করেননি।

আগেও একাধিক বার ভারত ভূখণ্ডে চীনা অনুপ্রবেশের কথা প্রকাশ্যে এসেছে। ২০১৯ সালে চীন-অরুণাচল সীমান্তে আমাকো ক্যাম্পের কাছে দইমরু নালার উপর কাঠের অস্থায়ী ব্রিজ বানিয়েছিল চীন। ২০২০ সালে দিবং জেলাতেও ঢুকে পড়েছিল চীনা সেনাবাহিনী।

আনন্দবাজার পত্রিকা থেকে নেয়া

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং