ফিলিস্তিনিদের দক্ষিণ গাজার শহরের কিছু অংশ ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়ার সাথে সাথে ইসরায়েলি সেনাবাহিনী রাফাতে তার দীর্ঘদিনের-হুমকি বাস্তবায়নে আক্রমণ শুরুর প্রস্তুতি শুরু করেছে। এতে আতঙ্কিত হয়ে রাফাহবাসী শহর ছাড়তে শুরু করেছে।
সোমবার, ৬ মে ইসরায়েলি বাহিনী রাফাহ শহরের বাসিন্দাদের যেখানে বিপুল সংখ্যক বাস্তুচ্যুত ফিলিস্তিনিকে আগে ঠেলে দেওয়া হয়েছিল, সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ জারি করেছে। ইসরায়েলি কর্মকর্তারা যুদ্ধবিরতি আলোচনায় ভাঙ্গনের জন্য হামাসকে দায়ী করার সময় এই পদক্ষেপ নেওয়া হয়েছিল।
ইসরায়েলি বাহিনী এক এক্স এ দেয়া বিবৃতিতে জানিয়েছে, তারা গাজার সর্বত্র হামাসের পশ্চাদপসরণ অব্যাহত রাখবে যতক্ষণ না তারা বন্দী অবস্থায় থাকা তাদের জিম্মিদের ফিরে না পায়।
এক্স-এর পোস্টে, ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচায় আদ্রেই উল্লেখ করেছেন তারা আস-সালাম, জনিনা, তাবেত জিরা এবং আল-বাইউকের আশেপাশের অ্যাশ-শোকা এলাকার সমস্ত লোকদের সরে যেতে বলেছে।
একজন ইসরায়েলি সামরিক মুখপাত্র সাংবাদিকদের বলেছেন, প্রায় একলাখ ফিলিসিইনকে রাফাহ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।
আল জাজিরা থেকে অনুদিত
Leave a Reply