1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ন

পাকুন্দিয়ায় ৮৫ হাজার শিশুকে টাইফয়েড প্রতিরোধী টিকাদান শুরু

এম এ হান্নান পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।। 
  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জেরে পাকুন্দিয়ায় ৮৫ হাজার শিশুকে টাইফয়েট প্রতিরোধী টিকাদান শুরু হয়েছে। উপজেলার নয়টি ইউনিয়নে একযোগে এই টিকাদান কর্মসূচি শুরু হয়। ৯ মাস থেকে ১৫ বছর বয়সের সকল শিশুরা এই টিকা পাবে।

রবিবার, ১২অক্টোবর সকাল নয়টার দিকে পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। 

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: বিল্লাল হোসেন এর উদ্বোধন করেন।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূর-এ-আলম খান, আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজিবুল হক, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফছর উদ্দিন আহম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনে উপজেলার ১০ ইউনিয়নের ৩০ টি ওয়ার্ডের ৩০ টি ক্যাম্পে একযোগে টিকা প্রদান শুরু হয়েছে। আগামী ১০ দিন স্কুল ভিত্তিক এবং ৮ দিন কমিউনিটি পর্যায়েসহ মোট ১৮ দিন টিকাদান কর্মসূচি চলবে। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন সকালে এই টিকাদান চলবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূর-এ-আলম খান বলেন, জন্মের পর পরই সকল বাচ্চাদের যেমন ইপিআই টিকা সরকার বিনামূল্যে দেয়া হয়, তেমনই টাইফয়েডের টিকা বিনামূল্যে ও নিরাপদ। স্বাস্থ্য উপদেষ্টার নির্দেশনায় অনলাইন নিবন্ধন ছাড়াও টাইফয়েডের টিকা নেওয়া যাবে।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন বলেন, আমরা পাকুন্দিয়া উপজেলার সবাইকে অনুরোধ জানাচ্ছি ৯ মাস বয়সী থেকে ১৫ বছরের কম বয়সি সকল শিশুকে টাইফয়েড টিকা প্রদান নিশ্চিতকরণের জন্য। আমরা আশাবাদী এই টিকা গ্রহণের মাধ্যমেই বাংলাদেশ টাইফয়েডের ভয়াবহতা থেকে মুক্ত হবে। 

তিনি আরও বলেন, টাইফয়েড টিকা সৌদি হালাল সেন্টার কর্তৃক হালাল সনদপ্রাপ্ত। রোগব্যাধির আক্রমণ থেকে সুরক্ষিত থাকার জন্য টিকা গ্রহণ ইসলাম ধর্মে সম্পূর্ণভাবে জায়েজ। অন্যান্য ধর্মেও এ বিষয়ে কোনো ধরনের নিষেধ নেই। রোগ হওয়ার পর চিকিৎসা করার চেয়ে রোগ হওয়ার পূর্বেই প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ উত্তম ও কল্যাণকর। কেননা, বিপর্যয় ঘটার পর ক্ষয়ক্ষতি সহ্য করার চেয়ে বিপর্যয় আসার পূর্বেই তা থেকে রক্ষার উপায় গ্রহণ করা অধিক বুদ্ধিদীপ্ত ও শরিয়তসম্মত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং