1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৯:০২ পূর্বাহ্ন

কিশোরগঞ্জকে ময়মনসিংহের সাথে সংযুক্তির চক্রান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি

রায়হান জামান।।
  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

 

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে কিশোরগঞ্জ জেলাকে বিভাগীয় প্রশাসনিক মানচিত্রে ঢাকা থেকে বিচ্ছিন্ন করে ময়মনসিংহ বিভাগের সাথে সংযুক্তির দুরভিসন্ধিমূলক প্রস্তাবনা প্রত্যাখ্যান করে পুনর্বিবেচনার দাবিতে কিশোরগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করেছে সাধারণ ছাত্র-জনতা।

রবিবার, ১২ অক্টোবর দুপুরে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ চত্বরের শহীদ মিনারে সাধারণ ছাত্র-জনতার ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

অবস্থান কর্মসূচিতে কিশোরগঞ্জ জেলাকে ময়মনসিংহ বিভাগের সাথে সংযুক্তির প্রতিবাদে উত্তাল স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে গুরুদয়াল সরকারি কলেজ চত্বর।

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক মো. জগলুল হাসান চয়নের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি নুসরাত, বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব শহীদুল্লাহ্ কায়সার শহীদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তফা মারুফ, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নজরে আসে কিশোরগঞ্জ জেলাকে ময়মনসিংহ বিভাগে নেয়ার ষড়যন্ত্রমূলক প্রস্তাবকরা হয়েছে।

কিশোরগঞ্জবাসীর অগোচরে এধরণের চক্রান্ত ও ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, এর আগেও কয়েকবার এ ধরণের চক্রান্ত হয়েছিল কিন্তু কিশোরগঞ্জবাসী এর দাঁতভাঙা জবাব দিয়েছে। রক্ত দিয়ে হলেও এবারওেএই চক্রান্ত প্রতিহত করা হবে। তারা আরো বলেন, কিশোরগঞ্জ জেলা ঢাকা বিভাগের সাথে আছে ঢাকার সাথেই থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং