কিশোরগঞ্জ সদর উপজেলায় হাজী ড্রাগ হাউজ নামের একটি ঔষুধের ফামের্সীতে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার, ২০ মার্চ ভোর রাতে সদর উপজেলার বিন্নাটি বাজারে একটি ঔষুধের দোকানে এ চুরির ঘটনা ঘটে।
এ বিষয় দোকানের মালিক মোহাম্মদ ইসমাইল হোসেন বৃহস্পতিবার ২০ মার্চ কিশোরগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দোকানের মালিক মোহাম্মদ ইসমাইল মিয়া দীর্ঘদিন যাবৎ হাজী ড্রাগ নামক একটি ঔষুধের দোকানে ব্যবসা করে আসছিলেন। প্রতিদিনের ন্যায় বুধবার রাত ১২টায় দোকান বন্ধ করে বাড়ি চলে যান তিনি। বৃহস্পতিবার সকাল ১১টায় দোকানে এসে তিনি দেখেন দোকানের শার্টার ভেঙে একটি চোর চক্র প্রায় ৭ লাখ টাকার ঔষুধ নিয়ে গেছে। কিন্ত কে-বা-কারা এ চুরি করেছে তা তিনি শনাক্ত করতে পারেনি।
এ ব্যাপারে বাজারের নিরাপত্তা প্রহরী মো: দুলাল মিয়া বলেন, আমি চুরির কিছুক্ষণ আগে দেখেছি ৩টি তালা ও দোকানের শার্টার সব কিছুই ঠিক আছে। কিন্তু চুরির বিষয়টি আমার চোখে পড়েনি।
দোকান মালিক মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, প্রতিদিনের ন্যায় বুধবার রাতে আমি দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। পরের দিন সকাল ১১টায় দোকানেেএসে দেখি দক্ষিণ পার্শের শার্টার ভেঙ্গে আমার দোকানের আনুমানিক ৭ লাখ টাকার ঔষুধ চোরে নিয়ে গেছে। বিষয়টি আশেপাশের দোকানের মালিক এবং বাজার কমিটিকে অবগতি করি।
এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিডিচ্যানেলফোরকে বলেন, অভিযোগ পেয়েছি। এ বিষয় আমরা কাজ করছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply