ইসলামী ব্যাংক, ত্রিশাল শাখার কর্মকর্তাদের ব্যক্তিগত অর্থায়নে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আহত এক শিক্ষার্থীকে চিকিৎসার জন্য ৯৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
মঙ্গলবার, ১৮ ফ্রেব্রুয়ারি সকালে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে এ অনুদান তুলে দেন ব্যাংকের কর্মকর্তাগণ।
জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারি রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চারুকলা বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী শাহ জালাল আহমেদ জনি ফজিলাতুন্নেসা হলের নাম পরিবর্তনের সময় পড়ে গিয়ে মারাত্মক আহত হন।
আহত শিক্ষার্থীকে চিকিৎসা বাবদ ইসলামী ব্যাংক ত্রিশাল শাখার কর্মকর্তাগণ তাদের ব্যক্তিগত অর্থায়নে ৯৫ হাজার টাকা অনুদান প্রদান করেন। ইসলামী ব্যাংকের ইভিপি ও ময়মনসিংহ জোন প্রধান আব্দুল কাদের সরদার ও ইসলামী ব্যাংক ত্রিশাল শাখার প্রধান মো. আনোয়ার হোসাইন ফুয়াদের নেতৃত্বে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের হাতে অনুদানের টাকা তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসার ড. মো: জয়নাল আবেদীন সিদ্দিকী, ভারপ্রাপ্ত রেজিস্টার প্রফেসর ড. মো. মিজানুর রহমান, ইসলামী ব্যাংক ত্রিশাল শাখার ম্যানেজার (অপারেশন) মো. আব্দুল আওয়াল,পিও আনসারুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আবু ফয়সাল খান প্রমুখ।
Leave a Reply