ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহিদ পরিবার ও আহতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার, ১১ জানুয়ারি দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদুল আহমেদ উপস্থিত থেকে ৫টি শহিদ পরিবার এবং ১৭ জন আহতের মাঝে এই সহায়তা প্রদান করেন।
প্রতি শহিদ পরিবারকে ১৫ হাজার টাকা এবং আহত ১৭ জনকে ৩ হাজার টাকা করে প্রদান করা হয়। এই আর্থিক সহায়তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর প্রয়াস নেয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও ঈশ্বরগঞ্জ পৌর প্রশাসক ইকবাল হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার হাসান কিবরিয়া, ছাত্র সমন্বয়ক ও সাংবাদিকগণ।
উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদুল আহমেদ বলেন, আমাদের দেশের স্বাধীনতা ও মুক্তির জন্য যারা জীবন দিয়েছেন, তাদের পরিবার ও আহতদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই আর্থিক সহায়তা তাদের কিছুটা হলেও স্বস্তি দিতে পারে। আমরা ভবিষ্যতেও তাদের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।
এদিকে, শহিদ পরিবার ও আহতরা এই সহায়তা গ্রহণ করে সন্তোষ প্রকাশ করেছেন এবং প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তাদের মতে, এই ধরনের সহায়তা তাদের জীবনের দুর্দশা কিছুটা কমাতে সহায়ক হবে। উপজেলা প্রশাসন শহিদ পরিবার ও আহতদের জন্য ভবিষ্যতেও বিভিন্ন সহায়তার হাত বাড়িয়ে দিবেন বলে আশা ব্যক্ত করেন।
Leave a Reply