1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন

ত্রিশালে পিএফজি গঠন বিষয়ক সভা

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ৪৬ বার পড়া হয়েছে

 

সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) গঠন বিষয়ক    সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর সন্ধ্যায় দি হাঙ্গার প্রজেক্ট – বাংলাদেশ এর আয়োজনে ত্রিশাল মহিলা ডিগ্রি কলেজ শিক্ষক মিলনায়তনে কলেজের অধ্যক্ষ মো: সেলিমুল হক তরফদারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা,বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, ইমাম, ব্যবসায়ী, সুশীল সমাজ,  ধর্মীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ও নারী সংগঠনের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

সভায় পিএফজি গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য  রাখেন দি হাঙ্গার প্রজেক্ট ময়মনসিংহের আঞ্চলিক সমন্বয়কারী জয়ন্ত কর। তিনি বলেন, একটি উদার, অসম্প্রদায়িক,সহনশীল মুক্ত মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক   মূল্যবোধের বিকাশ, সহিংসতা প্রতিরোধ, জাতি ধর্ম বর্ণ        নির্বিশেষে সকলের ইতিবাচক সৌহার্দপূর্ণ রাজনৈতিক    সহাবস্থান সৃষ্টি এবং জনগণের গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ       ঘটানোই এ গ্রুপ গঠনের মূল উদ্দেশ্য। এ কমিটির কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে বাস্তবায়নের লক্ষ্যে সকলের সর্বাত্মক সহযোগিতার আহবান জানান।

ত্রিশাল মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক মো: খবিরুজ্জামানের  সঞ্চালনায় সভায় পিএফজি গঠনের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করে বক্তব্য করেন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মো: আব্দুল মতিন, পৌর বিএনপি’র সভাপতি মো: আলেক চান দেওয়ান, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মো: মোশারফ হোমেন মিলন, জাতীয় পার্টি সাধারণ সম্পাদক মো: গোলাম সরোয়ার তপন, বীর মুক্তিযোদ্ধা মো: নুরুল ইসলাম মোমেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মো: ইব্রাহিম খলিল, সুশীল সমাজের প্রফেসর মো: আব্দুল আওয়াল, মো: মোশারফ হোসেন, উলামা মাশায়েক আয়েম্মা পরিষদের মাওলানা মো: নজরুল ইসলাম,পুজা উদযাপন পরিষদের প্রণব চন্দ্র আচায্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মো: জিহাদ চৌধুরী প্রমুখ। সভা শেষে সকলের মতামতের ভিত্তিতে ৩০ সদস্য বিশিষ্ট্য পিএফজি, ৭ সদস্য বিশিষ্ট্য পিএফজি’র উপদেষ্টা পরিষদ এবং ৫ সদস্য বিশিষ্ট্য আন্ত:ধর্মীয় গ্রুপ গঠন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং