কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ইটনা উপজেলা ও ইটনা সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, ১০ ডিসেম্বর দুপুর ১২টায় ইটনা সরকারি কলেজ গেইটের সামনে ছাত্রদল ইটনা কলেজ শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম অপু, সদস্য সচিব রকিব মিয়ার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবিতে এবং আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবি করা হয়।
মানববন্ধনে কলেজ শাখা ছাত্রদলের সদস্য ভাবনপাল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রোমন, ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জিসান, ছাত্রদল নেতা মাছুম, নাহিদ, দিদারসহ কলেজ ছাত্র শাখার আরও অসংখ্য নেতাকর্মী অংশ গ্রহণ করেন।
Leave a Reply