1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৭:১৫ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে রেলওয়ে স্টেশনে স্টেশন মাস্টারকে পেটালো যাত্রীর স্বজনরা

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৫৬ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনমাস্টার খলিলুর রহমানকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছে এক নারী যাত্রীর স্বজনরা। বর্তমানে তিনি সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। ঘটনার পর কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারোসিন্দুর গোধূলি ট্রেনটি এক ঘণ্টা বিলম্ব করে স্টেশন ছেড়ে যায়। কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন মিয়া বিডিচ্যানেল ফোরকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি লিটন মিয়া বলেন, ‘সকালে ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা এগারোসিন্ধুর প্রভাতী ট্রেনে ভৈরব রেলস্টেশন থেকে বিনা টিকিটে স্ত্রীকে সাথে নিয়ে উঠেন কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনমাস্টার খলিলুর রহমান। ট্রেনের প্রথম শ্রেণির কামরার কেবিনে থাকা এক নারী যাত্রী স্টেশনমাস্টার ও তার স্ত্রীকে জিজ্ঞাসা করেন তারা টিকিট কেটে ট্রেনে উঠছেন কিনা। এসময় ওই নারী যাত্রী স্টেশনমাস্টারের কাছে টিকিট দেখতে চান। পরে স্টেশনমাস্টার তার পরিচয় দেন। এসময় ওই নারী যাত্রী স্টেশনমাস্টারকে টিকিট কাটতে বলেন। পরের স্টেশন কুলিয়ারচর থেকে স্টেশনমাস্টার ও তার স্ত্রী টিকিট কেটে ট্রেনে ওঠেন। পুনরায় ওই নারী যাত্রী টিকিট কাটার কথা বললে তারা টিকিট কেটেছেন বলে জানান এবং দেখান। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ট্রেনটি কিশোরগঞ্জ স্টেশনে থামতেই ওই যাত্রীর জন্য  অপেক্ষমাণ স্বজনরা স্টেশন মাস্টার খলিলুর রহমানের ওপর অতর্কিত হামলা চালায়। এতে স্টেশনমাস্টার গুরুতর আহত হন।’

ওসি লিটন মিয়া আরও বলেন, ‘খবর পেয়ে আমি হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন স্টেশনমাস্টারকে দেখে এসেছি। তার স্ত্রী লিখিত অভিযোগ দেবেন বলে জানিয়েছেন। অভিযোগ পেলে মামলা রুজুসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং