ত্রিশাল উপজেলার মোক্ষপুর ইউনিয়নের জামায়াতের এক বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার,৬ সেপ্টেম্বর বিকেল ৩ টায় সানকিভাঙ্গা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, ১৬ বছরের দুঃশাসন নির্যাতন এবং অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। জালিম সরকারের অত্যাচারে থেকে এখন তারা মুক্তি পেয়েছেন।
বক্তার আরো বলেন, এখন তারা মুক্ত পরিবেশে জনসভা করতে পেরেছেন। বিগত জালিম সরকারের রক্ত চক্ষুকে উপেক্ষা করে ১৬ বছর তাদের দলকে পরিচালনা করতে হয়েছে। এখন তারা মুক্ত বাতাসে এবং জনসমক্ষে মুক্তভাবে প্রোগ্রাম করতে পারছেন।
বক্তারা বলেন, নেতা হিসেবে মানবো হযরত মুহাম্মদ (সা.) কে এবং আল্লাহর আইন মেনে এবং জনগণের ইচ্ছা অনুযায়ী জামায়াত রাষ্ট্র পরিচালনা করতে চায়।
এদেশে আর কোনো জুলুম অত্যাচার নির্যাতন দুর্নীতি সহ্য করা হবে না বলেও জানান বক্তারা।
কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জামায়াতের সেক্রেটারি মোজাম্মেল হক আকন্দ। সেই সাথে আরো উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা আমির আনম আব্দুল্লাহিল বাকি ও সহকারী সেক্রেটারী কামরুজ্জামান শাকিল এবং মোক্ষপুর ইউনিয়ন জামায়াতের আমির ইন্জিনিয়ার জুলহাস উদ্দিন সেক্রেটারী হাবিবুর রহমান হাবিবসহ আরো অনেকে উপস্থিত ছিলেন কর্মী সন্মেলনে।
Leave a Reply