কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ভুয়া কাগজপত্র বানিয়ে এক নিরীহ পরিবারের জমি দখলে নিতে নিয়মিত মহড়া দিচ্ছে একদল সন্ত্রাসী ও ভূমিদস্যু। এ ঘটনায় পাকুন্দিয়া পৌর সদরের হাপানি গ্রামে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় সংঘাত ও সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা। ভুক্তভোগী হলেন মো. নূরুল ইসলাম।
স্থানীয় ও ভুক্তভোগী পারিবারিক সূত্রে জানা গেছে ভিটা হিসেবে নূরুল ইসলাম তার পৈতৃক সম্পত্তি দাগ নং ৫৬০, খতিয়ান নং২৩৪ সারে ১৮ শতাংশ ভোগদখল করে আসছেন।
গত রবিবার, ১৮ অগাস্ট বিকাল সাড়ে তিনটায় মৃত ফজলু মিয়ার ছেলে মো. নূরুল ইসলামকে প্রতিবেশী মো. রসুল মিয়া, মো. রিফাত, আল আমিন, সোলায়মান, রুহুল আমিন, শুভ্র মিয়াসহ কয়েকজন মিলে পূর্ব শত্রুতার জের ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এক পর্যায়ে নূরুল ইসলামকে কাঠের লাঠি দিয়ে এলোপাতাড়িভাবে শরীরে বিভিন্ন জায়গায় মারাত্মকভাবে জখম করে। তারপর দেশীয় অস্ত্র দিয়ে বাড়ির ভাউন্ডারির টিনের বেড়া কুপিয়ে কেটে ফেলে ও ভাঙচুর করে। এসময় মো. নূরুল ইসলামকে প্রাণনাশের হুমকি দেয় হামলাকারীরা। তারা আরো বলে বাড়ি থেকে বের হলেই পরিবারের ক্ষতি করবে।
মো.নূরুল ইসলাম সাংবাদিকদের জানান হাপানিয়া মৌজায় আমার বাড়ি ভিটা হিসাবে পৈত্রিক সূত্রে সাড়ে ১৮ শতাংশ জমি বিদ্যমান রয়েছে। যার দাগ নং ৫৬০, খতিয়ান নং ২৩৪.উক্ত ভূমি থেকে সাড়ে ৮ শতাংশ ভূমি জোরপূর্বক দখল করে নিয়েছে পাড়া-প্রতিবেশী ও হামলাকারীরা। এখন অবশিষ্ট সাড়ে ৯ শতাংশ ভূমি দখল নেয়ার পায়তারা করছে তারা।
এ বিষয়ে মো. নূরুল ইসলাম বাদী হয়ে পাকুন্দিয়া থানায় গত ১৮ অগাস্ট একটি অভিযোগ দায়ের করেন। পাকুন্দিয়া থানার ওসি আসাদুজ্জামান টিটু পিপিএম বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি। তবে থানায় পুলিশ সদস্য কম থাকায় মাঠে যাওয়া হয়নি। এ নিয়ে যদি কোনোরকম সংঘর্ষের ঘটনা ঘটে, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply