
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে অসহযোগ কর্মসূচি সফল করার লক্ষ্যে পাকুন্দিয়া পৌরসদর ও উপজেলা পুলেরঘাট উপশহর এলাকায় সড়ক ও মহাসড়ক অবরোধ করে রাখা হয়। এ সময় ছাত্র জনতা প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়া হয়।
রোববার, ৪ আগষ্ট পাকুন্দিয়া থানার সামনে গুরুত্বপূর্ণ পয়েন্টে ছাত্র-জনতা আন্দোলনের সাথে বিভিন্ন শ্রেণী পেশার ও রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে যোগ দিতে দেখা গেছে। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ডাকা সারা দেশে এক দফা দাবিতে পুলেরঘাট উপশহর ছাত্র জনতা ধাওয়া পাল্টা ধাওয়া আন্দোলনকারীরা আওয়ামী লীগ অফিস হামলা করে অগ্নিসংযোগ করে।
জানা যায়, পাকুন্দিয়া থানার সামনে সকাল ১১ টার দিকে এলাকায় জড়ো হতে থাকে বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা। এরপর তাদের ওপর হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। দুপুর ৩টা পর্যন্ত অন্তত ৮০ জনের আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।
এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ করা যায়নি। তবে কোন অপ্রীতিকর ঘটনা ঘটার খবর পাওয়া যায়নি। পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান টিটু পিপিএম বলেন, আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।
Leave a Reply