1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন

আওয়ামীলীগের দলীয় নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান পরিকল্পনামন্ত্রীর

স্টাফ রিপোর্টার,নান্দাইল,ময়মনসিংহ।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ১০৭ বার পড়া হয়েছে

 

দেশের চলমান পরিস্থিতি ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মোকাবেলায় আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীবৃন্দকে ঐকবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী ও নান্দাইল আসনের সংসদ সদস্য আলহাজ্ব মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম এমপি।

বৃহস্পতিবার, ১ অগাস্ট সরকারি সফরে নান্দাইল উপজেলা পরিষদ হল রুমে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, ষড়যন্ত্রকারীরা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে সোনার বাংলা গঠনে তথা উন্নয়নের ধারাবাহিকতাকে বাধাগ্রস্থ করার জোর পায়তারা চালিয়ে যাচ্ছে। তাই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। সেজন্য কোন গুজবে কান না দিয়ে দলকে সুসংগঠিত ও ঐকবদ্ধতার মাধ্যমে আওয়ামীলীগ সরকারের পাশে থাকার আহ্বান জানান তিনি। নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম এমপির সভাপতিত্বে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম শাহান।

এর আগে পরিকল্পনা মন্ত্রী নান্দাইল উপজেলা আওয়ামীলীগের আয়োজনে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে নাশকতা ও স্বাধীনতার চেতনাবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে অংশ গ্রহণ করেন। এছাড়া নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক হল রুমে জনপ্রতিনিধি ও কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে যোগদান করেন  পরিকল্পনা মন্ত্রী।

এসময় ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, পরিকল্পনা মন্ত্রীর জেষ্ঠ্য কন্যা ওয়াহিদা হোসেন রূপা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানগণ, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদ্বয়সহ নান্দাইল আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং