কিশোরগঞ্জে অভিযান চালিয়ে ৯৮৩ পিস ইয়াবা একটি মোটরসাইকেল ও নগদ সাড়ে ৫হাজার টাকাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি- ২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার মো. ইমরান মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বামুটি এলাকার মো. আ. সোবহানের ছেলে।
রবিবার, ১২ মে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাসি চৌকি স্থাপন করে জেলা শহরের বত্রিশ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি বিডিচ্যানেল ফোরকে জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির।
গ্রেফতার আসামির বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।
Leave a Reply