1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন

বাজিতপুরে পৌর যুবদলের কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ ও সমাবেশ

আশরাফুল ইসলাম তুষার, চিফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের বাজিতপুরে পৌর যুবদলের সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে বদবঞ্চিত নেতাকর্মীরা।
সোমবার, ৬ মে বিকালে বাজিতপুর পৌর সদরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেয় বাজিতপুর পৌর যুবদলের সাবেক আহবায়ক তানভীর হাসান সোহেল, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক শামীম আহমেদ।
বিক্ষোভ মিছিলটি বাজিতপুর পৌর সদরের বাশমহল এলাকা থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিনেমা হলের মোড়ে গিয়ে শেষ হয়।পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, টাকার বিনিময়ে বাজিতপুর পৌর যুবদলের পকেট কমিটি গঠন করা হয়েছে। বিগত দিনে যারা আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছে, নির্যাতিত হয়েছে তাদেরকে রেখে অথৈর্ব লোকদের নিয়ে আজ্ঞাবহ কমিটি গঠন করা হয়েছে।
বক্তারা আরো বলেন,কমিটির সভাপতি করা হয়েছে যাকে সে একটি বেসরকারি হাসপাতালে চাকরি করে। সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ১২ ঘন্টা চাকরি করে। তাই সে আগামী দিনে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করতে পারবে না। আর যাকে সাধারণ সম্পাদক করা হয়েছে তাকে কেউ চেনেই না। তাই ত্যাগী নেতা কর্মীরা আজ এই কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ প্রদর্শন করছে।
অবিলম্বে এই কমিটি বাতিল সহ ত্যাগী  নেতা কর্মীদের দিয়ে নতুন কমিটি করার দাবী জানায় বিক্ষোভে অংশ নেয়া নেতাকর্মীরা।
এ সময় বাজিতপুর পৌর যুবদলের শতাধিক পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেয়।
উল্লেখ্য, গত ২৯ এপ্রিল বাজিতপুর পৌর যুবদলের ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় যুবদল।
কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আহসান উদ্দিন বিপুকে সভাপতি ও আহম্মদ মিয়াকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট এ আংশিক কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় যুবদল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং