সম্প্রতি শেরপুর জেলার নকলা উপজেলায় কর্মরত দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সংবাদদাতা শফিউজ্জামান রানাকে কারাদণ্ড দেয়ার প্রতিবাদে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, ১২ মার্চ নান্দাইল সাংবাদিক সমাজের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে সাংবাদিক শফিউজ্জামান রানাকে তথ্য দেওয়ার পরিবর্তে ভ্রাম্যমান আদালতে তাকে কারাদণ্ড প্রদান করার তীব্র নিন্দা জ্ঞাপনসহ অবিলম্বে সাংবাদিক রানার নি:শর্ত মুক্তির দাবি জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।
এছাড়া সরকারি ক্ষমতার অপব্যবহারকারী নকলা উপজেলার ইউএনও এবং এসিল্যান্ডের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানানো হয় প্রতিবাদ সমাবেশ থেকে।
এসময় সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাব নান্দাইলের সভাপতি হান্নান মাহমুদ, সাধারণ সম্পাদক শামছ-ই তাবরীজ রায়হান, মডেল প্রেসক্লাবের সভাপতি আহসান কাদের মাহমুদ, সাংবাদিক রবিউল আলম ফরাজি, রমেশ কুমার পার্থ, রফিকুল ইসলাম খোকন, অরবিন্দ পাল অখিল, দেশ রূপান্তর প্রতিনিধি মো. আবু হানিফ সরকার, রফিকুল ইসলাম মড়ল, শাহজাহান ফকির, রমজান আলী প্রমুখ।
Leave a Reply