আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও তুখুড় ছাত্রনেতা শফিকুল ইসলাম সরকার। নান্দাইল আসনের এমপি, পরিকল্পনামন্ত্রী ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মেজর জেনারেল (অব:) আব্দুস সালামের হাতকে শক্তিশালী করার মাধ্যমে নান্দাইলবাসীর উন্নয়নকে তিনি আরো বেগমান করতে চান।
শফিকুল ইসলাম সরকার নান্দাইলকে একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করছেন শফিকুল ইসলাম সরকার । সে লক্ষ্যে তিনি উপজেলার ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও গ্রামে-গঞ্জে গণসংযোগ ও লিফলেট বিতরণ করছেন তিনি।
বুধবার, ২৮ ফেব্রুয়ারি নান্দাইল চৌরাস্তায় গণসংযোগকালে শফিকুল ইসলাম সরকার নান্দাইল প্রেসক্লাবের উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় বলেন, আমি নির্বাচিত হলে উপজেলা চেয়ারম্যানের দুয়ার সবার জন্য উম্মুক্ত থাকবে। জনগণ রায় দিয়ে আমাকে নির্বাচিত করলে আমি শুধু দল না দেখে নান্দাইলবাসী সকলের জন্য উপজেলা পরিষদের দুয়ার উম্মুক্ত করে দিবো।
জানা গেছে, ক্লিন ইমেজের নেতা শফিকুল ইসলাম সরকার ছাত্র জীবন থেকেই একজন মুজিব আদর্শের সৈনিক হিসাবে ১৯৯০ সনে ছাত্রলীগে যোগদান করেন। ১৯৯১ সনে নান্দাইল উপজেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য হিসাবে দায়িত্ব পালন করায় ১৯৯৩ সনে নান্দাইল উপজেলা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। পরে ১৯৯৪ সনে নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক পালন শেষে ১৯৯৭ সনে ওই কলেজের ছাত্র সংসদের জি.এস নির্বাচিত হয়েছেন। পরবর্তীতে ২০০১ সনে সরাসরি ভোটের মাধ্যমে নান্দাইল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং ২০০৫ সন থেকে ২০১৩ইং সন পর্যন্ত নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সক্রিয় সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে তিনি নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি ১৯৯২ সনে জাতীয় স্বার্থ সংরক্ষণের আন্দোলনে সম্পৃক্ত থাকায় একাধিকবার কারাবন্দি হয়েছেন এবং ২০০১ সনে তিনি বিএনপি সরকারের রাজনৈতিক প্রতিহিংসায় বিভিন্ন মামলায় হয়রানি শিকার হয়েছেন। ২০০৯ সনে তিনি নান্দাইল উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বাঘ প্রতীকে বৃহত্তর ময়মনসিংহের মধ্যে বিপুল ভোটে নির্বাচিত হয়ে সুনামের সাথে দায়িত্ব পালন করে চলেছেন।
Leave a Reply