1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০১:২৯ অপরাহ্ন

মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীরদের নাম তালিকায় কিশোরগঞ্জের শামসুদ্দীন আহমেদের নাম অন্তর্ভুক্ত

আশরাফুল ইসলাম তুষার,চিফ রিপোর্টার।।
  • প্রকাশিত: সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩০ বার পড়া হয়েছে
শহীদ বুদ্ধিজীবী শামসুদ্দীন আহমেদ

 

মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের নাম তালিকায় কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার শহীদ বুদ্ধিজীবী শামসুদ্দীন আহমেদের নাম অন্তর্ভুক্ত হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশ করেছে।

এ তালিকার তৃতীয় পর্বে গেজেট ৪২৭, ক্রমিক নং ৯২ এ শহীদ বুদ্ধিজীবী শামসুদ্দীনের  নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

জানা যায়,প্রথম জীবনে তাড়াইল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন শহীদ বুদ্ধিজীবী শামসুদ্দীন আহমেদ। পরে ১৯৬৪ সালে পূর্ব পাকিস্তান সুপিরিয়র সার্ভিসে কুমিল্লার ডেপুটি মেজিস্ট্রেট হিসাবে যোগ দেন। তারপর ঢাকা অতঃপর রাজশাহীতে পোস্টিং হয় সহকারী সেটেলমেন্ট অফিসার হিসাবে। তখন মুক্তিযুদ্ধ চলছে। তানোর থানায় সংগ্রাম পরিষদের মিটিং’এ যাওয়ার পথে পাক বাহিনীর হাতে গ্রেফতার হন তিনি। তারপর আর খোঁজ মিলেনি তাঁর। পরবর্তীতে ১৯৭২ সালে কেবিনেট এফেয়ারস মন্ত্রণালয় তাঁর পরিবারকে কোনডোলেন্স জানিয়ে শামসুদ্দীন আহমেদ শহীদ হওয়ার বিষয় গেজেটের মাধ্যমে প্রকাশ করেন।

মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী শামসুদ্দীন আহমেদের সন্তান ক্যাপ্টেন সালাহ উদ্দিন আহমেদ সেলু বিডিচ্যানেল ফোরকে জানান,সুদীর্ঘ ৫৩ বছর অপেক্ষার পর প্রকৃত স্বাধীনতা এলো পরিবারে। আজকের দিনটার জন্য আম্মা অনেক পরিশ্রম করে গেছেন। ৫২ বছর পর স্বীকৃতি, এ এক বিরল অভিজ্ঞতা।সংশ্লিষ্ট সকলকেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং