
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়ায় ভাতিজি জামাইয়ের লাঠির আঘাতে চাচা শ্বশুর নিহত হয়েছেন।
নিহত মুক্তু মিয়া (৬০) উপজেলার ঘাগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।
অন্যদিকে হত্যায় অভিযুক্ত ভাতিজি জামাই সোহেল একই ইউনিয়নের ভরা গ্ৰামের আসির মিয়ার ছেলে।
শুক্রবার,৩ অক্টোবর দুপুরে মিঠামইন উপজেলার ঘাগড়া উপজেলার খলাপাড়া গ্রামে এঘটনা ঘটে।
জানা গেছে, নিহত মক্তু মিয়া খলাপাড়া গ্ৰামের মৃত আব্দুল মালেকের ছেলে। তারা ৩ ভাই। মস্তু মিয়া, মক্তু মিয়া ও মফিজ মিয়া। নিহত মক্তু মিয়া ভাইদের মধ্যে দ্বিতীয়। ঘটনার দিন পারিবারিক কলহের কারণে ছোট ভাই মফিজের মেয়ের ঘর জামাই সোহেল মিয়া ও শাশুড়ি জায়েদা বেগম একসাথে মক্তু মিয়ার উপর ঝাঁপিয়ে পড়ে। এসময় জামাই সোহেল চাচা শশুর মক্তু মিয়া কে লাঠি ও ইট দিয়ে মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডিউটিরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর মফিজের পরিবারের লোকজন গ্রাম থেকে পালিয়ে গেছে । মিঠামইন থানার ওসি আলমগীর কবির বিডিচ্যানেলফোরকে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ প্রেরণ করা হয়েছে। আসামি গ্ৰেফতারের চেষ্টা চলছে।
Leave a Reply