1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে সামরিক কপ্টারের সাথে বিমানের সংঘর্ষ, ১৯ মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহিত

 

মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে পিএসএ এয়ারলাইন্স নামের মার্কিন বিমান সংস্থার একটি ফ্লাইটের সাথে দেশটির সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। পোটোম্যাক নদীতে বিধ্বস্ত যাত্রীবাহী ফ্লাইটের ৬৪ জন আরোহীর সবার মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে তিনজন রুশ নাগরিক বলে রাশিয়া জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, ওয়াশিংটন ডিসির মাঝ আকাশে বাংলাদেশ সময়  বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানান, দুর্ঘটনাস্থলে ৩শ’  অনুসন্ধান কর্মী ১৮টি মরদেহ উদ্ধার করেছেন এবং এখন পর্যন্ত বেঁচে থাকা কাউকে পাওয়া যায়নি।

ফ্লাইটটিতে চার ক্রুসহ মোট ৬৪ জন আরোহি ছিলেন। অন্যদিকে মার্কিন সেনাবাহিনীর সিকোরস্কি ইউএইচ-৬০ মডেলের ব্ল্যাক হক হেলিকপ্টারটিতে তিনজন সেনাসদস্য ছিলেন।

এই ঘটনার পর ওয়াশিংটনের নিকটবর্তী বিমানবন্দর থেকে সব ধরনের উড্ডয়ন ও অবতরণ স্থগিত করেছে এভিয়েশন কর্তৃপক্ষ। কারণ জীবিতদের খোঁজে ওই অঞ্চলের বিভিন্ন সংস্থার হেলিকপ্টার ঘটনাস্থলের ওপর দিয়ে উড়ছে। এছাড়া বিমানবন্দরের ঠিক উত্তরে জর্জ ওয়াশিংটন পার্কওয়ের কাছে বিমানবন্দরের নিকটবর্তী একটি জায়গা থেকে ইনফ্ল্যাটেবল উদ্ধারকারী নৌ-যানগুলো পোটোম্যাক নদীতে নামানো হচ্ছে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাত ৯টার দিকে কানসাসের উইচিটা থেকে ছেড়ে আসা একটি আঞ্চলিক বিমান বিমানবন্দরের রানওয়ের কাছে যাওয়ার সময় একটি সামরিক ব্ল্যাক হক হেলিকপ্টারের সাথে সংঘর্ষে বিধ্বস্ত হয়।

মার্কিন এয়ারলাইন্স সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে জানিয়েছে, তাদের একটি ফ্লাইট এ দুর্ঘটনায় শিকার হয়েছে বলে তারা জানতে পেরেছে। এ সংক্রান্ত আরো তথ্য পাওয়া গেলে তারা এ বিষয়ে বিস্তারিত জানাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং