ছাত্র জনতার গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়কের ফেসবুক আইডি তে আক্রমণ করেছে সাইবার সন্ত্রাসী গ্রুপ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামের আইসিটি বিষয়ক পরামর্শক ফাইজ তাইয়েব আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আইডি হারানো ব্যক্তিদের নাম প্রকাশ করেননি তিনি। অবশ্য এদের মধ্যে তিন সমন্বয়কের নাম নিশ্চিত হয়েছে । তারা হলেন, সায়েদ আবদুল্লাহ, তালাত রাফি এবং সাদিক কায়েম। আক্রমণের আশঙ্কায় আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং উপদেষ্টা আসিফ মাহমুদ নিজেদের ফেসবুক আইডি নিজেরাই ডিএকটিভ (অস্থায়ীভাবে স্থগিত) রেখেছেন।
বুধবার সন্ধ্যা থেকেই সমন্বয়কের আইডি ডিজএবল হওয়া শুরু হয় বলে জানা যায়। সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করে এমন একটি দেশীয় প্ল্যাটফর্মও সমন্বয়কের ফেসবুক আইডি ডিজএবল এর বিষয়টি নিশ্চিত করেন। “ক্র্যাক প্লাটুন” নামক একটি হ্যাকার গ্রুপ এই সাইবার হামলার পেছনে নিজেদের দায় স্বীকার করেছে।
Leave a Reply