পাক হানাদার ও তাদের এদেশীয় দোসরদেরদের হাত থেকে কিশোরগঞ্জ শহরকে মুক্ত করার নেতৃত্বদানকারী বীর মুক্তিযোদ্ধা ও কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সাবেক এমপি কবির উদ্দিন আহমেদ আর নেই।
বৃহস্পতিবার, ২ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে তিনি রাজধানীর পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ১ মেয়েসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, গুরুদয়াল সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমনের পিতা।
এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে বিডিচ্যানেল ফোর পরিবার গভীর শোক প্রকাশ, মরহুমের পরিবারের প্রতি অতল সমবেদনা ও তাঁর আত্মার মাগফিরাত কামনা করছে।
Leave a Reply