কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ৩০ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় ইটনা উপজেলা পরিষদ সভা কক্ষে ইটনা উপজেলা নির্বাহী অফিসার আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা শিক্ষা অফিসার,উপজেলা কৃষি অফিসার, উপজেলা সমাজ সেবা অফিসার, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ কমিটির বিভিন্ন স্তরের সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে স্বাগত বক্তব্যে ইটনা উপজেলা ইউএসএআইডি কেয়ার সমন্বয়ক তাজমিন সুলতানা উপজেলার বিভিন্ন তথ্য তুলে ধরে বলেন, ইটনা উপজেলায় ২৬টি কমিউনিটি গ্রুপের একটিতেও বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থা নেই। এছাড়া এই উপজেলায় গর্ভবর্তী মায়ের সংখ্যা ১ হাজার ৪০৮ জন, প্রসূতি মা ১ হাজার ২৭৯ জন, দুই বছরের কম বয়সী শিশু ৩ হাজার ৬০০জন, নারীর সংখ্যা ৮০হাজার ৮৪৭ জন, পুরুষ ৯৮ হাজার ৩১ জন, দরিদ্র খানা ২ হাজার ৪৬৪ জন, অতি দরিদ্র খানা ৪ হাজার ৮৪৯ জন উল্লেখ করেন।
সভায় বক্তব্য রাখেন, ইটনা উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোহাম্মদ মেহেদী, ইটনা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রবিন বিশ্বাস, ইটনা পূর্বগ্রাম কমিউনিটি ক্লিনিকের সভাপতি মোশাররফ হোসেন মীর, সাংবাদিক মাওলানা তাজুল ইসলাম প্রমুখ।
বক্তাগণ ইটনা উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি দ্বি-বার্ষিক সভায় উপজেলার পুষ্টি পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।
Leave a Reply