কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় ধান বোঝাই নৌকাডুবে একজন নিহত হয়েছেন।
রবিবার, ৮ ডিসেম্বর রাত ২টায় এলংজুরী ইউনিয়নের কাকটেংগুর ব্রীজ সংলগ্ন বৈঠা খালি নদীতে এ নৌকাডুবির ঘটনাটি ঘটে।
নিহত এখলাছ (৩৫), তাড়াইল উপজেলার ধলাই ইউনিয়নের বেরকোনা গ্রামের মৃত অলী রহমানের ছেলে।
ইটনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন মাস্টার মুশফিকুর রহমান জানান, গত রাত ২টায় ধানের নৌকাটি বৈঠাখালি নদীতে কাকটেংগুর গ্রামের ব্রীজের দক্ষিণ পাশে ডুবে যায়।
খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও ইটনা উপজেলা ফায়ার সার্ভিস ও ইটনা থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে রবিবার দুপুর সোয়া ১টার দিকে নিহত এখলাছের মরদেহ উদ্ধার করে ইটনা থানায় নিয়ে আসে।
প্রত্যক্ষদর্শী আব্দুস ছাত্তার ও নৌকার মালিক কামরুল ইসলাম জানান, নদীতে ভাটার টানে ধান বোঝাই নৌকাটি কাত হয়ে পানিতে ডুবে গেলে নৌকায় ঘুমিয়ে থাকা এখলাছ মারা যান। কামরুল ইসলাম আরও বলেন, নিহত এখলাছ তাদের বাড়ির কাজের লোক।
ইটনা থানা ডিউটি অফিসার রুহুল আমিন বলেন, নিহতের মরদেহ সুরত হাল রিপোর্ট তৈরি করে কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করা হবে।
Leave a Reply