কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলায় কুকুরের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত জয় (১২) নিকলী উপজেলা সদরের কুর্শা নয়াহাটি গ্রামের মৃত জুয়েল মিয়ার ছেলে। শিশু জয় স্থানীয় একটি হাঁসের খামারে শিশু শ্রমিক হিসেবে কাজ করতো।
শুক্রবার, ৬ ডিসেম্বর বেলা ১২টারদিকে একপাল কুকুর তাকে আক্রমন করলে তার চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এলে কুকুরের পাল তাদেরকেও আক্রমন করে। এতে আরো দুইজন আহত হন।
আহতরা হচ্ছেন, পাশের হাঁসের খামারের শ্রমিক মোরসালিন ও রোকন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু জয়কে মৃত ঘোষণা করেন।
Leave a Reply