কিশোরগঞ্জের পল্লীতে মোছা. রাবেয়া আক্তার (১৮) নামের এক যুবতীর সন্দেহজনক মৃত্যু হয়েছে। রাবেয়ার মরদেহ তার নিজ ঘরের বারান্দার সাথের একটি ছোট ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেলে স্বজনরা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
শনিবার, ২৩ নভেম্বর রাত ৯টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার স্বল্পমারিয়া গ্রামে ঘটনাটি ঘটে। রাবেয়া ওই গ্রামের শহীদ মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, শহীদ মিয়ার তিন মেয়ে ও দুই ছেলের মধ্যে রাবেয়া সবার ছোট। শনিবার রাত ৯টার দিকে পরিবারের লোকজন তাকে তার নিজ ঘরের বারান্দার পাশের একটি ছোট রুমে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ডাক চিৎকার শুরু করে। এসময় প্রতিবেশীরা চিৎকার শনে এসে দেখে রাবেয়ার গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছে। পরে তারা কিশোরগঞ্জ মডেল থানায় খবর দিলে থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. টুটুল উদ্দিন ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।
মো. টুটুল উদ্দিন বিডি চ্যানেল ফোরকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ বিষয়ে তদন্ত চলছে।
Leave a Reply