1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ন

নান্দাইলে সাংবাদিকদের সাথে নবাগত ওসি ফরিদ আহমেদের মতবিনিময়

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৫০ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে নান্দাইল মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ মো. ফরিদ আহমেদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার, ১ অক্টোবর সন্ধ্যার পর নান্দাইল মডেল থানার গোলঘরে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ আহমেদের সভাপতিত্বে ও এসআই সুজনের সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ মো. ফরিদ আহমেদ। এসময় তিনি জুয়া ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা সহ পুলিশই জনতা, জনতাই পুলিশ স্লোগান বাস্তবায়নে কাজ করবেন বলে জানান এবং নান্দাইলে পুলিশের কার্যক্রমকে জনগণের মাঝে মডেল কার্যক্রম হিসাবে গড়ে তোলার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি জুয়া, মাদক কারবারী ও মাদকসেবনকারীদের সামাজিকভাবে বয়কট করার আহবান জানান।

এছাড়া নান্দাইলের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখেন সাংবাদিক হান্নান মাহমুদ, মোহাম্মদ এনামুল হক বাবুল, আলম ফরাজি, এবি সিদ্দিক খসরু, জালাল মন্ডল , শামসুজ্জামান বাবুল, আহসান কাদের মাহমুদ প্রমুখ।

এসময় নান্দাইলে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং