কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ইমাম উলামা পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভারতের বাঁধকেন্দ্রিক অপরাজনীতির প্রতিবাদে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে হয়েছে।
রবিবার, ১ সেপ্টেম্বর সকালে উপজেলা ইমাম-উলামা পরিষদ পাকুন্দিয়া উপজেলা শাখার উদ্যোগে পৌরসদর ঈদগাহে মাঠে এই বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইমাম-উলামা ও মাদরাসা শিক্ষার্থীসহ সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন ।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ইমাম-উলামা পরিষদের সভাপতি মাওলানা রশিদ আহমাদ জাহাঙ্গীর হোসাইনী। সমাবেশ সঞ্চালনায় ছিলেন মুফতি শফিকুল ইসলাম হবিগঞ্জী ও মাওলানা সাইফুল্লাহ মুহাম্মদ তারেকে।
এতে বক্তব্য রাখেন উপজেলা ইমাম উলামা পরিষদের সিনিয়র সভাপতি মাওলানা ইদরিস আলী, সহ-সভাপতি মাওলানা শহীদুল্লাহ, সেক্রেটারি মুফতি যোবাইর আহমাদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুল ওয়াদুদ, ইসলামী আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি শরীফুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি মো: কামাল উদ্দিন ও আতিকুর রহমান মাসুদ প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন ইমাম-উলামা পরিষদের নেতাকর্মীরা। মিছিলটি পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ গেইটের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, ভারত পরিকল্পিতভাবে আমাদের ওপর আগ্রাসন চালাচ্ছে। ফ্যাসিবাদী হাসিনাকে অবৈধভাবে ক্ষমতায় রেখে বাংলাদেশবিরোধী বিভিন্ন চুক্তি করেছে। সম্প্রতি বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে কৃত্রিম বন্যা সৃষ্টি করেছে। কোটি কোটি মানুষকে সর্বশান্ত করে দিয়েছে। আমরা ভারতের আগ্রাসন থেকে মুক্তি চাই।
Leave a Reply