1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন

পাকুন্দিয়ায় জোরপূর্বক প্রবাসীর জমি দখলের চেষ্টা, হামলা ও লুটপাটে অভিযোগ  

এম এ হান্নান পাকুন্দিয়া( কিশোরগঞ্জ) প্রতিধিনি।।
  • প্রকাশিত: সোমবার, ৩ জুন, ২০২৪
  • ২২০ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌর এলাকার সৈয়দ গাঁও পূর্ব পাড়ার সাবেক কমিশনার  ফজলুল হক পল্টুর বাড়ি জোরপূর্বক দখল, ভাংচুর ও লুটপাটের অভিযোগে দ্রুত বিচার আইনে কিশোরগঞ্জ আদালতে মামলা করেছে ভুক্তভোগির পরিবার  ।

সোমবার, ৩ জুন বিকেলে  ভুক্তভোগী পরিবার নিরাপত্তা চেয়ে পাকুন্দিয়া উপজেলা সদরের মহিলা মডেল মাদ্রাসায় সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জমির মালিক কাতার প্রবাসী ইসলাম মিয়ার স্ত্রী  বিলকিস বেগম  বলেন, গত ১ জুন শনিবার  দুপুর ১২ টার দিকে পাকুন্দিয়া পৌরসভার ৯ নং  ওয়ার্ড সৈয়দগাঁও পূর্ব পাড়ার সাবেক কমিশনার  ফজলুল হক পল্টুর বাড়ির টিনের ঘরে পূর্ব পরিকল্পিত বেআইনি ভাবে  জবরদখল নিতে হামলাকারীরা আমার বাড়িতে জোরপুর্বক প্রবেশ করে আমার  বাড়ি নির্মাণ কাজে জন্য রক্ষিত রড়,  সিমেন্ট , ইট সহ ৬ লাখ টাকার মালামাল নিয়ে যায়, আমাদের উপর  হামলা চালায়   দুর্বৃত্তরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এই জমি ও বাড়িটির মালিক ইসলাম মিয়া দীর্ঘদিন যাবত  কাতর প্রবাসী থাকায় তার স্ত্রী বিলকিস বেগমকে নিরীহ পেয়ে প্রবাসী ইসলাম মিয়ার  ভাই আসামি  সৈয়দ মিয়া, তার ছেলে রাজিব, আজিদ, ও চাচাতো ভাই মজলু,জালাল উদ্দিন, শহিদ, জয়নাল, জোৎস্না লাভলী, লিপাসহ স্থানীয় প্রভাবশালীদের  নেতৃত্বে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বিলকিস বেগম কে উচ্ছেদ করতে সন্ত্রাসী বাহিনী নিয়ে বাড়িতে অতির্কিত হামলা চালিয়ে লুটপাট, ভাংচুর করা হয়। এসময় বিলকিস বেগম তার মেয়ে নিশি আক্তারের  উপর  লাঠি-সোঠা দিয়ে বেধড়ক মারধর করে তাকে আহত করে সৈয়দ গং। তাদের বাঁচাতে আরও কয়েকজন ঘটনাস্থলে আসলে তাদেরকেও মারধর করে সন্ত্রাসী সৈয়দের লোকজন। এ ঘটনায় বিলকিস  পক্ষের  দুই  জনকে আহত করে প্রায় ৬লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় সৈয়দ গং।  ।
তিনি দাবি করেন, বর্তমানে সৈয়দ মিয়া  ও তার ভাড়াটে সন্ত্রাসীদের কারণে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি এবং প্রাণ বাঁচাতে আমার বাবার বাড়ি উপজেলা সুখিয়া গ্রামে বসবাস করছি। আমি প্রতিপক্ষের বিভিন্ন ষড়যন্ত্র  থেকে রক্ষার জন্য  আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ কিশোরগঞ্জ ২ আসনে এমপি অ্যাডভোকেট  সোহরাব উদ্দিন  সাহেবের সুদৃষ্টি কামনা করছি। সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন, ভুক্তভোগী  বিলকিস বেগম  তার দুই মেয়ে ও ছেলে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং