কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ঘোড়া প্রতীকের প্রার্থী মইনুজ্জামান অপু। তিনি পেয়েছেন ৪৩ হাজার ৮৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান লায়ন আলী আকবর কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৬৫২ ভোট।
মঙ্গলবার, ২১ মে রাত ১১ টায় উপজেলা উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন সহকারি রিটার্নিং কর্মমর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদুজ্জামান।
জেলা নির্বাচন কর্মকর্তা মোরশেদ আলম বলেন,নিকলী,কটিয়াদি ও অষ্টগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ সুষ্ঠু ও সুন্দর ভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এছাড়াও ভোটারের উপস্থিতি ছিল সন্তোষজনক।
নবনির্বাচিত কটিয়াদি উপজেলা পরিষদের চেয়ারম্যান মইনুজ্জামান অপু এক প্রতিক্রিয়ায় বলেন, ‘আমার এই বিজয় কটিয়াদি উপজেলাবাসীর বিজয়। আমি সকল ভোটারের কাছে কৃতজ্ঞ। আগামী দিনে এই উপজেলার উন্নয়নে এবং এই উপজেলার সম্মানীত নাগরিকদের কল্যাণে কাজ করে যাব।’
সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী,কটিয়াদি উপজেলায় মোট ভোটার ২ লাখ ৭৭ হাজার ১৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪০ হাজার ৬২ জন। মহিলা ভোটার ১ লাখ ৩৭ হাজার ৭১ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৫ জন। মোট কেন্দ্র ১০১ টি।
Leave a Reply