1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন

নান্দাইলে ওসির সহায়তায় প্রাণে বেঁচে গেলেন প্রতিবন্ধী যুবক

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: সোমবার, ২০ মে, ২০২৪
  • ২৩১ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইল মডেল থানার ওসি মো. আবদুল মজিদের সহায়তায় আত্মহনন থেকে প্রাণে বেঁচে গেলেন কাউসার নামে এক প্রতিবন্ধী যুবক।

রবিবার, ১৯ মে রাত ১০টার দিকে  নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের বনাঢী গাংগাইল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের রমজান আলীর বসত ঘরের বারান্দার  দরজা ও গ্রীল কেটে রক্তাক্ত অবস্থায় প্রতিবন্ধী যুবককে উদ্ধার করা হয়। এসময় ওই প্রতিবন্ধীর হাত থেকে রক্তাক্ত চাকু উদ্ধার করা হয়েছে। পরে নান্দাইল উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান শেষে তাকে পরিবারের নিকট হস্তান্তর করে থানা পুলিশ।

পরিবার সূত্রে জানাগেছে, কাউসার একজন বাকপ্রতিবন্ধী যুবক। বনাঢী গাংগাইল পাড়া গ্রামের মো. রমজান আলীর ২য় পুত্র। গত বৃহস্পতিবার তিনি স্থানীয় শাহী মসজিদের দানের ২ বস্তা চাউল চুরি করে তা হালিম নামে এক ব্যক্তির দোকানে বিক্রি করে দেন। পরে এলাকাবাসী জানতে পেরে তা কাউসারের পরিবারকে জানায়। একপর্যায়ে রবিবার রাতে তার পিতা-মাতা কাউসারকে ওই চাউল বিক্রির টাকা ফিরিয়ে দিতে চাপ প্রদান করলে এতে তিনি ক্ষিপ্ত হন এবং দৌড়ে গিয়ে তার ঘরে ঢুকে চাকু দিয়ে নিজের পায়ের রগ কাটতে এলোপাতাড়ি চাকু চালাতে থাকেন। বাবা রমজান আলী কোন উপায় না পেয়ে থানা পুলিশকে খবর দিলে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মজিদ নিজে ঘটনাস্থলে গিয়ে দরজা ও গ্রীল কেটে বাক প্রতীবন্ধীকে হাতে চাকুসহ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।

কাউসারের পিতা রমজান আলী ও চাচা খসরু মিয়া জানান, ওই প্রতীবন্ধী মূলত জুয়া খেলার টাকা জোগাড় করতে মসজিদের চাউল চুরি করে বিক্রি করে দেন। পরে তার নিকট টাকা চাইলে তিনি আত্মহননের চেষ্টা করেন। এ বিষয়ে নান্দাইলের ওসিসহ পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছ কাউসারের পরিবার।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মজিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা তাৎক্ষণিক খবর পেয়ে ওই প্রতিবন্ধীকে আত্মহনন থেকে রক্ষা করি এবং নান্দাইল হাসপাতালে চিকিৎসা শেষে পরিবারের হাতে হস্তান্তর করি। আমাদের সহায়তায় অল্পের জন্য প্রতিবন্ধী কাউসার প্রাণে বেঁচে যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং