কিশোরগঞ্জের তিন উপজেলা সদর, পাকুন্দিয়া ও হোসেনপুরে উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। যদিও ভোটার উপস্থিতি ছিল খুবই কম। এতে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে যারা নির্বাচিত হয়েছেন:
কিশোরগঞ্জ সদর: কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মহান মুক্তিযুদ্ধে শহীদ ইয়াকুব আলীর সন্তান সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আওলাদ হোসেন।তিনি পেয়েছেন ৪৪ হাজার ৯৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সদ্য সাবেক চেয়ারম্যান মামুন আল মাসুদ খান কাচ পিরিচ প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ১৫৪ ভোট।
বুধবার রাত সাড়ে ১১ টায় উপজেলা উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রাসেল।
ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন রিফাত উদ্দিন আহমেদ বচ্চন। তিনি উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৫৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোখলেছুর রহমান মিতুল চশমা প্রতীকে পেয়েছেন ২১ হাজার ১৯৯ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত হয়েছেন মাসুমা আক্তার।তিনি হাস মার্কায় পেয়েছেন ৫৪ হাজার ৫৫ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাছলিমা সুইটি ফুটবল প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ৫৭৪ ভোট।
সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী,সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা সদর উপজেলার মোট ভোটার ৩ লাখ ৫৫ হাজার ৮১৮ জন।এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৬৩২ জন। মহিলা ভোটার ১ লাখ ৭৬ হাজার ১৮৩ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ৩ জন। সদর উপজেলার মোট ভোট কেন্দ্র ১২৭ টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়।
নবনির্বাচিত সদর উপজেলা চেয়ারম্যান আওলাদ হোসেন এক প্রতিক্রিয়ায় বলেন, ‘আমার এই বিজয় সদর উপজেলাবাসীর বিজয়।আমি সকল ভোটারের কাছে কৃতজ্ঞ। আগামী দিনে এই উপজেলার উন্নয়নে এবং এই উপজেলার সম্মানীত নাগরিকদের কল্যাণে কাজ করে যাব।’
পাকুন্দিয়া: পাকুন্দিয়া থেকে আমাদের প্রতিনিধি এম এ হান্নান জানান, পাকুন্দিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আনারস প্রতীকের প্রার্থী এমদাদুল হক জুটন। তিনি পেয়েছেন ২৮ হাজার ৭৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সদ্য সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৭৯১ ভোট।
বুধবার রাতে উপজেলা উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারি রিটার্নিং অফিসার মো: বিল্লাল হোসেন।
ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন একেএম ফজলুল হক বাচ্চু। তিনি তালা প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ২১ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আতাউর রহমান সোহাগ উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ১৮৭ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন শামসুন্নাহার বেগম। তিনি কলস মার্কায় পেয়েছেন ৪৮ হাজার ৯৬২ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ললিতা বেগম ফুটবল প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ১৮৩ ভোট।
সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী,পাকুন্দিয়া উপজেলায় মোট ভোটার ২ লাখ ২৪ হাজার ৬৬৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৬৬৫ জন। মহিলা ভোটার ১ লাখ ১২ হাজার ৪ জন। পাকুন্দিয়া উপজেলায় মোট কেন্দ্র ছিলো ৮৫ টি।
নবনির্বাচিত পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক জুটন এক প্রতিক্রিয়ায় বলেন, ‘এই বিজয়ে আমি সকল ভোটারদের কাছে কৃতজ্ঞ। আগামী দিনে এই উপজেলার উন্নয়নে এবং এই উপজেলার সম্মানীত নাগরিকদের কল্যাণে কাজ করে যাব।’
হোসেনপুর: আমাদের স্টাফ রিপোর্টার উজ্জ্বল কুমার সরকার জানান, হোসেনপুর উপজেলা পরিষদ নির্বাচনে পুনরায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আনারস প্রতীকের প্রার্থী মোহাম্মদ সোহেল। তিনি পেয়েছেন ২৩ হাজার ৯৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ হালিম হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ১৭৪ ভোট।
বুধবার রাতে উপজেলা উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার উত্তম কুমার দাস।
ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আল আমিন অপু।তিনি টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ৫৪১ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফি উদ্দিন সরকার বাচ্চু চশমা প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৯১২ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ছাবিয়া পারভিন জেনি। তিনি কলস মার্কায় পেয়েছেন ৪৯ হাজার ৫২৫ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিনা আক্তার হাঁস প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৯৪০ ভোট।
সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী,হোসেনপুর উপজেলার মোট ভোটার ১ লাখ ৬৬ হাজার ১৬৭ জন।এর মধ্যে পুরুষ ভোটার ৮৫ হাজার ৫৫৬ জন।ম হিলা ভোটার ৮০ হাজার ৬১১ জন। হোসেনপুর উপজেলায় মোট কেন্দ্র ছিল ৫৯ টি।
পুনরায় নির্বাচিত হোসেনপুর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সোহেল এক প্রতিক্রিয়ায় বলেন, ‘এই বিজয়ে আমি সকল ভোটারদের কাছে কৃতজ্ঞ। বিগত দিনের মত আগামী দিনেও এই উপজেলার উন্নয়নে এবং এই উপজেলার সম্মানীত নাগরিকদের কল্যাণে কাজ করে যাব।’
জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোরশেদ আলম বিডিচ্যানেল ফোরকে বলেন,কিশোরগঞ্জ সদর,হোসেনপুর ও পাকুন্দিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
Leave a Reply