কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় দ্বাদশ জাতীয় সংসদের পর এবার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছে উপজেলা বিএনপির কমিটির আহবায়ক এড জালাল উদ্দীন।
বুধবার, ১ মে দুপুরে পাকুন্দিয়া পৌর সদর বাজারে বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এই কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।এ সময় এড. জালাল উদ্দীন সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করে প্রচারণা চালিয়ে এক দলীয় উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানান। পরে কর্মসূচি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে দলীয় নেতাকর্মী ও ভোটাদের এড. জালাল উদ্দীন বলেন, গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ধ্বংসকারী ডামি সরকারের ফাঁদ প্রহসনের উপজেলা নির্বাচন বর্জন করুন।
এই কর্মসূচিতে উপজেলা বিএনপির এড. জালাল উদ্দীন, যুগ্ম আহবায়ক আতিকুল ইসলাম মাসুদ, পৌর বিএনপি সভাপতি এস এম মিনহাজ উদ্দিন নেতা বিএনপি নেতা এরফান উদ্দিন ,আঃ সাত্তার, পৌর কমিশনার রাকিবুল আলম ছুটন, প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আগামী ৮ মে প্রথম ধাপে কিশোরগঞ্জে পাকুন্দিয়া সহ সারাদেশে দেড়শ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
Leave a Reply