কিশোরগঞ্জে পাকুন্দিয়া উপজেলা নারান্দি ইউনিয়নের পোড়াবাড়িয়া স্কুল সংলগ্ন মেলা বাজারের মাঠে চলমান বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সংঘটিত সংঘর্ষে নিহত শরীফ খান হত্যা মামলার এজহারভূক্ত ৪ আসামিকে গ্রেফতার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ।
শনিবার, ২৭ এপ্রিল দুপুরে অভিযান চালিয়ে তাদেরকে উপজেলার পোড়াবাড়িয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার চারজনের মধ্যে মো. রাজন মিয়া(৩০) উপজেলার পোড়াবড়িয়া এলাকার রিপন চৌকিদারের ছেলে, সোহেল মিয়া(২৬) একই গ্রামের মৃত সাইদুল হকের ছেলে, মাহমুদুল হাসান রাজন(২৭) একই গ্রামের আবদুল আজিজের ছেলে ও দেলোয়ার হোসেন শাহিন(২০) মৃত নুরুল হকের ছেলে।
গত শুক্রবার, ২৭ এপ্রিল রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নারান্দী ইউনিয়নের পোড়াবাড়ীয়া গ্রামে আয়োজিত বৈশাখি মেলা শেষে গানের অনুষ্ঠানে সংঘর্ষে শরীফ উদ্দিন, আজাদ মিয়া ও লিটন মিয়া গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়। এখানে প্রাথমিক চিকিৎসা শেষ শরীফ উদ্দিন ও আজাদ মিয়াকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত আড়াইটার দিকে শরীফ উদ্দিনের মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন্য আজাদ মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরে শনিবার, ২৭ এপ্রিল শরীফ খানের বাবা আবুল হোসেন তার ছেলে হত্যায় দায়ে পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার পরপরই অভিযান চালিয়ে পাকুন্দিয়া থানা পুলিশ মামলার এজহারভূক্ত চার আসামিকে গ্রেফতার করে।
পাকুন্দিয়া থানার ওসি আসাদুজ্জামান টিটু বিডিচ্যানেল ফোরকে বলেন আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পরে আদালত তাদের কারাগারে প্রেরণ করেন।
Leave a Reply