কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পরিষদ নির্বাচনে তিন চেয়ারম্যান ও এক ভাইস-চেয়ারম্যান প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন।
সোমবার, ২২ এপ্রিল ঘোষিত তপসিল অনুযায়ী প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে তারা তাদের প্রার্থীতা প্রত্যাহার করলেন।
চেয়ারম্যান পদে প্রার্থীতা প্রত্যাহারকারীরা হলেন, পাকুন্দিয়া উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ভিপি মো.কামাল, আওয়ামী লীগ নেতা প্রফেসর আতাউর রহমান সোহেল ও আতাউল্লাহ সিদ্দিকী মাসুদ। আর ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন জামায়াত নেতা প্রিন্সিপাল আবুল কাসেম বিপ্লব।
তাদের প্রার্থীতা প্রত্যাহারের ফলে নির্বাচনী মাঠে চেয়াম্যান পদে টিকে আছেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু,এ কে এম দিদার, এ কে এম হাবিবুর রহমান চুন্নু, এমদাদুল হক জুটন, হাজী মকবুল হোসেন। তবে নির্বাচনী দৃশ্যপটে হাজী মকবুলকে এখনো মাঠের তৎপরতায় পাওয়া যাচ্ছেনা।
ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনী মাঠে এখনো যারা রয়ে গেছেন তারা হলেন, একেএম ফজলুল হক,মোহাম্মদ জুয়েল। মহিলা ভাইস চেয়ারম্যান পদে যারা মাঠে আছেন তারা হলেন মোছা. ললিতা বেগম ও শামসুন্নাহার আপেল।
কিশোরগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ মোরশেদ আলম বিডিচ্যানেল ফোরকে বিষয়টি নিশ্চিত করেছেন। ৬ষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল। আর ভোটগ্রহণ হবে ৮ মে।
Leave a Reply