ময়মনসিংহের একটি সি আর মামলার সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার মিনহাজ আহমেদ(২৮) কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল এলাকার ফিরোজ আহম্মেদের ছেলে।
শনিবার, ১৩ এপ্রিল রাত পৌনে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিান চালিয়ে তাকে করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিডিচ্যানেল ফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির।
মামলার বিবরণে জানা যায়, ময়মনসিংহ সিআর মামলা- ২৫৮/২১ এর বিচার শেষে বিজ্ঞ বিচারক, যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালত, ময়মনসিংহ ২০২৩ সালের ২৭ মার্চ আসামি মিনহাজ আহমেদ(২৮), এর বিরুদ্ধে বিজ্ঞ আদালত আসামিকে ১২ লাখ টাকা এবং এক বছরের কারাদণ্ড প্রদান করেন। সাজা থেকে বাঁচতে ওই আসামি দেশের বিভিন্ন জায়গায় তার নাম ও ঠিকানা পরিবর্তন করে পালিয়ে বেড়াচ্ছিলেন। তাকে গ্রেফতারের জন্য র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী শুরু করে এবং সর্বশেষ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানা এলাকায় তার অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আসামিকে গ্রেফতারের পর কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply