1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০২:১১ পূর্বাহ্ন

নান্দাইলে ট্রাক সিএনজি সংঘর্ষে  দুইজন নিহত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ২৭১ বার পড়া হয়েছে
নান্দাইল: দুইজনের প্রাণ কেড়ে নেয়া ঘাতক ট্রাক

 

ময়মনসিংহের নান্দাইলে ট্রাক সিএনজি সংঘর্ষে  সাথী আক্তার (২৫) ও ইদ্রিছ আলী (৪৮) নামে দুইজন নিহত হয়েছেন।

সোমবার, ৮ এপ্রিল ভোর ৬টার দিকে নান্দাইল চৌরাস্তা টু আঠারবাড়ি রাস্তার ফুলবাড়িয়া নামক স্থানে ট্রাক ও সিএনজি’র সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় এলপিজি গ্যাস চালিত সিএনজি গাড়িটির  একপাশ দুমড়ে-মুচড়ে গেছে। এতে কিশোরগঞ্জ জেলা সদরের উলুহানি গ্রামের নাসির উদ্দিনের স্ত্রী সাথী আক্তার ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত ইদ্রিছ আলীকে অবস্থায় কিশোগরঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে  সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।নিহতদের দুজনই সিএনজির যাত্রী ছিলেন।

নিহত ইদ্রিছ আলী কিশোরগঞ্জ জেলা সদরের সতাল গ্রামের মৃত ইছাহাক ব্যাপারীর ছেলে। ঘটনার পরপরই নান্দাইল হাইওয়ে থানা পুলিশ খবর পেয়ে নান্দাইল চৌরাস্তা নয়ন বাজারের সামনে থেকে ঢাকা মেট্টো (২৪-৬২০৪) ট্রাকটিকে আটক করলেও ট্রাক ড্রাইভার ট্রাক রেখে পালিয়ে যায়।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মজিদ বিডিচ্যানেল ফোরকে  দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং