কিশোরগঞ্জের করিমগঞ্জে জমজমাট আয়োজনে শেষ হয়েছে গুনধর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।
শনিবার, ২৪ ফেব্রুয়ারি দুপুরে গুণধর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চীফ হুইপ,কিশোরগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো:মুজিবুল হক চুন্নু এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আশফাকুল ইসলাম টিটু,করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)মো:মিজানুর রহমান,গুনধর ইউপি চেয়ারম্যান আবু ছায়েম রাসেল ভূঁইয়া প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহব্বায়ক কমিটির সদস্য ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হান্নান বাবুল।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের আকষর্ণীয় উপহার হিসেবে পুরস্কার প্রদান করা হয়।
এসময় গুণধর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:মাসুদ ইকবাল, অ্যাডভোকেট মাজহারুল হক,আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান ঠাকুর,মো:মিজানুর রহমানসহ শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন গুণধর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কাইয়ুম ও সহকারী শিক্ষক শহীদুল ইসলাম।
Leave a Reply