1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে বিআরডিএস এর উদ্যোগে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ

রায়হান জামান।।
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে অসহায় ও দরিদ্র নারীদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে তিন মাস প্রশিক্ষণ শেষে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি (বিআরডিএস) এর উদ্যোগে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর অর্থায়নে সোমবার (৬ অক্টোবর) বিকেলে সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বগাদিয়া এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ১১ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারী সদস্যের হাতে বিনামূল্যে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

এতে বিআরডিএস-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. রিয়াজুল ইসলাম পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কামরুজ্জামান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকমতি ডিএস ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. জুলহাস উদ্দিন ও প্রশিক্ষক রাজিয়া সুলতানা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের প্রশিক্ষণ ও সহায়তা কর্মসূচি গ্রামীণ নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এতে নারীরা যেমন নিজেদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারছেন, তেমনি পরিবারের আয় বৃদ্ধিতেও অবদান রাখছেন।

শেষে উপকারভোগী নারী সদস্যরা এমন উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং