
কিশোরগঞ্জের পল্লীতে অভিযান চালিয়ে একশ’ ডলার মূল্যমানের ৭৮টি জাল ডলারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার মো. শাহজাহান(৪০) কিশোরগঞ্জ সদর উপজেলার চিকনীরচর এলাকার মোক্তার উদ্দিনের ছেলে।
রবিবার, ৬ এপ্রিল বেলা সোয়া ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের নধার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবিরের পক্ষে মিডিয়া অফিসার।
এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের ও আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply