
কিশোরগঞ্জে চাঞ্চল্যকর শরীফ হত্যা মামলার দুই এজহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার দুইজনের মধ্যে মো. জিসান (২৩) কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ মাইজপাড়া এলাকার মো. সেলিমের ছেলে ও রহিমা আক্তার রাইসা (৪৪) একই এলাকার আ. রউফের স্ত্রী।
বৃহস্পতিবার, ৩ এপ্রিল দুপুর পৌনে দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই হাবিবনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।
গ্রেফতার আসামিদের কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ৩ মার্চ সন্ধ্যা অনুমান সাড়ে ৬টায় ঘটিকায় বাদির ভগ্নিপতি ভিকটিম মো. শরীফ (৩৩) জনৈক শুক্কুর আলীর বাসায় ইফতার শেষে নিজ বাড়িতে যাওয়ার জন্য বের হওয়া মাত্রই অপরাপর আসামিগণ জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে ভিকটিম শরীফ (৩৩) এর উপর অতর্কিত হামলা করে তাকে গুরুতর রক্তাক্ত জখম করে। এ সময় ভিকটিম শরীফ (৩৩) এর ডাক-চিৎকারে সাক্ষীগণ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম মো. শরীফকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের শ্যালক মো. রোবেল মিয়া বাদি হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সেই মামলার সূত্র ধরেই র্যাব আসামিদের গ্রেফতার করে।
Leave a Reply