1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন

কুলিয়ারচরে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে স্মারক জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মুহাম্মদ কাইসার হামিদ,স্টাফ রিপোর্টার,কুলিয়ারচর কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়ন আব্দুল হামিদ ভুঞা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে স্মারক জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার,৩ এপ্রিল সকাল ১০ টার দিকে ফরিদপুর ইউনিয়ন আব্দুল হামিদ ভূঞা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত স্মারক জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম সিআইপি।

এসময় বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম, কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের অধ্যাপক মো. ছায়েদুল্লাহ ভূঞা (অব.), বিভাগীয় প্রধান অধ্যাপক দ্বীপেন চন্দ্র ভৌমিক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. মোবারক হোসেন, কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান, কুলিয়ারচর পৌর বিএনপি সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শাহ্ আলম, ফরিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. গিয়াসউদ্দিন ও ফরিদপুর ইউনিয়ন আব্দুল হামিদ ভূঞা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদির প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানকে প্রাণবন্ত করতে দেশ-বিদেশে কর্মরত বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির সুবাদে এলাকায় এসে এই স্মারক জয়ন্তী ও ঈদ পুনর্মিলনীতে অংশ নেন।

অংশগ্রহণকারীদের মধ্যে বাংলাদেশ সরকারের সাবেক সচিব, অতিরিক্ত সচিব, চিকিৎসক, অধ্যাপক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি উর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশলী, শিক্ষক, প্রবাসী, ব্যবসায়ী, ফরিদপুর ইউনিয়নের সম্মানিত গুণীজন ও  বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সকাল ১০ টায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ এবং জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। পরবর্তীতে বিদায়ী শিক্ষকবৃন্দের সংবর্ধনা, সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণ, ব্যাচভিত্তিক এবং সামগ্রিক ফটোসেশন, অতিথিবৃন্দের আলোচনা, লাকি সেভেন র‌্যাফেল-ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্য দিয়ে স্মারক জয়ন্তী ও ঈদ পুনর্মিলনীর সমাপ্তি হয়।

এর আগে প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম সিআইপি ফরিদপুর ইউনিয়ন বিএনপির নতুন কার্যালয় উদ্বোধন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং