1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জে ইউএনওর ব্যতিক্রমী ঈদ উদযাপন  

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

 

ঈদ মানেই আনন্দ, উৎসব ও সুখ-দুঃখ ভাগ করে নেওয়ার সময়। এই মানবিক উপলব্ধি থেকে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদুল আহমেদ এবার ঈদুল ফিতর উদযাপন করেছেন একটু ব্যতিক্রমীভাবে। সমাজের সুবিধাবঞ্চিত, এতিম, দুঃস্থ ও প্রতিবন্ধী মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার উদ্যোগ নেন তিনি।  

উপজেলা প্রশাসন ও পরিষদের উদ্যোগে ঈদের দিন বায়তুল কোরআন হাফিজিয়া ক্বওমীয়া মাদ্রাসায় এক হৃদয়গ্রাহী মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এতে এতিম, পথশিশু, প্রতিবন্ধী ও দরিদ্র শিক্ষার্থীদের সঙ্গে একত্রে ঈদের খাবার উপভোগ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।  

এ আয়োজনে অংশ নেন আলেম-ওলামা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, ঈশ্বরগঞ্জ থানার ওসি, ক্যাম্প কমান্ডার, বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অতিথিদের আপ্যায়ন করেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।  

মধ্যাহ্নভোজ শেষে সুবিধাবঞ্চিত শিশু ও দরিদ্রদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করা হয়। উপহার পেয়ে শিশুদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি, আর প্রবীণরা উপজেলা প্রশাসনের এই মহতী উদ্যোগের প্রশংসা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদুল আহমেদ বলেন, “ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তা সবার সঙ্গে ভাগ করে নেওয়া যায়। প্রশাসনের কাজ শুধু নিয়ম-নীতি বাস্তবায়ন নয়, মানুষের পাশে দাঁড়ানোও আমাদের দায়িত্ব। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”  

উপজেলা প্রশাসনের এই উদ্যোগ ঈদ উৎসবকে সত্যিকারের আনন্দঘন ও অর্থবহ করে তুলেছে, যা স্থানীয়দের হৃদয়ে গভীরভাবে নাড়া দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং