1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে সবুজ পল্লব ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ 

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জে সবুজ পল্লব ফাউন্ডেশনের উদ্যোগে ৭৫ টি দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী হিসেবে চাল, তেল, চিনি, সেমাই, দুধ,পিয়াজ,লবন ইত্যাদি বিতরণ করা হয়েছে।

রবিবার, ৩০ মার্চ বিকেলে জেলা সদরের মহিনন্দ এলাকার একটি বাজারে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

তাছাড়া ঘরবাড়ি পুড়ে যাওয়া একটি পরিবারের ঘর নির্মাণ কাজে  আর্থিক সহযোগিতার অংশ  হিসেবে কিছু নগদ অর্থও প্রদান করা হয় ।

এ বিষয়ে সংগঠনটির প্রতিষ্ঠা ও পরিচালক এন নাহার জানান,   সমাজের অসামর্থ্যবান লোকজনও যেন আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারে এজন্যই আমাদের এ আয়োজন। তিনি দেশের প্রত্যেক এলাকায় এরকম উদ্যোগ নেওয়ার জন্য সামর্থ্যবান সকল নাগরিকের এর প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে কিশোরগঞ্জ সদর শাখার নেতৃবৃন্দর মধ্যে বক্তব্য রাখেন মো: সারোয়ার হোসেন, মো: নূরুল আমীন, মো: ইউসুফ, মো: আজিজুল ইসলাম, মো: জাহাঙ্গীর আলম, মো: মাসুম বিল্লাহসহ আরও অনেকেই।

সমাজসেবক মনজিল মিয়ার সভাপতিত্বে ও মো: বোরহান উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানটি দেশের শান্তি ও মঙ্গল কামনায় দোয়া ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে শেষ হয়।  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং